• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ইজরায়েলকে নিন্দা জানিয়ে ইউরোপসহ ১০৪ দেশের চিঠি 

     dailybangla 
    15th Oct 2024 1:10 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনি গুতেরেসকে নিজেদের দেশে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে ইহুদীবাদী দেশটি। এ নিয়ে গোটা বিশ্বের ইউরোপ, আফ্রিকাসহ ১০৪টি দেশ গুতেরেসকে সমর্থন জানিয়ে চিঠি প্রকাশ করলেও ভারত সেই চিঠিতে সই করেনি।

    ১৪ অক্টোবর, সোমবার মোদী সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস। তবে লেবাননে শান্তিরক্ষা বাহিনীর উপরে হামলার নিন্দামূলক বিবৃতিতে যোগ দিয়েছে ভারত।

    সম্প্রতি ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইজরায়েল মহাসচিব আন্তোনিকে সে দেশে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে। তাদের অভিযোগ, গুতেরেস ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেননি। ইজরায়েলের এই পদক্ষেপের নিন্দা করে বিশ্বের ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন চিঠি প্রকাশ করে। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের পাশাপাশি অধিকাংশ উন্নয়নশীল দেশ তাতে সই করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০টি সদস্য দেশ এই চিঠিতে সই করলেও আমেরিকা, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত সই করেনি।

    মোদী সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমন অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন, তা রহস্যময়। এটি অবশ্যই লজ্জাজনক। কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, ভারত কেন এমন একটি চিঠিতে সই করল না, তার কোনও ব্যাখ্যা নেই। জাতিসংঘ মহাসচিবের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়ে ইসরায়েল চরম ভুল করেছে। ভারতের উচিত ছিল এর নিন্দা জানানো। সূত্র: আনন্দবাজার অনলাইন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031