ইতালিতে ১০ হাজার বন্দি মুক্তির পরিকল্পনা, ধারণক্ষমতার বেশি বন্দি
ইতালিতে কারাগারের ভিড় কমাতে ১০ হাজার বন্দিকে শর্তসাপেক্ষে মুক্তির পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক: কারাগারের অতিরিক্ত ভিড় কমাতে প্রায় ১০ হাজার কয়েদিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে ইতালি। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বিকল্প ব্যবস্থায়—যেমন গৃহবন্দিত্ব বা নজরদারিতে মুক্তি—দেওয়ার জন্য ১০ হাজার ১০৫ জনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যেসব বন্দির সাজা চূড়ান্ত এবং দুই বছরের কম মেয়াদ বাকি আছে, এবং যাদের বিরুদ্ধে গত এক বছরে কোনো গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেই, তারাই এই সুযোগ পাবেন। তবে সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, ধর্ষণ, মানবপাচার বা অপহরণের মামলায় সাজাপ্রাপ্তরা এই ছাড়ের আওতায় আসবেন না।
ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের তথ্য অনুসারে, ইউরোপে বন্দি সংখ্যা বনাম ধারণক্ষমতার দিক থেকে ইতালির অবস্থান অনেক উপরের দিকে। দেশটির কারাগারগুলোতে বন্দি সংখ্যা বর্তমানে ধারণক্ষমতার ১২২ শতাংশ ছাড়িয়ে গেছে। এর চেয়ে বেশি ভিড় কেবল তুরস্ক, ফ্রান্স এবং সাইপ্রাসে।
গ্রীষ্মে তাপদাহে শীতাতপবিহীন কারাগারে আত্মহত্যা ও বিভিন্ন দুর্দশার অভিযোগ বেড়ে যাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। তবে আগেভাগে মুক্তি দেওয়া নিয়ে রাজনৈতিক সংবেদনশীলতা থাকলেও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রাতারাতি গণমুক্তি ঘটবে না।
এ বিষয়ে কারা ছাড়ের যোগ্য তা নির্ধারণে বিশেষ টাস্ক ফোর্স গঠিত হয়েছে, যা প্রতি সপ্তাহে বৈঠক করে সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।
বিআলো/তুরাগ