ইন্দুরকানীতে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ইন্দুরকানী উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী ও সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আবদুল জলিল হাওলাদার।
এসময় আরও বক্তব্য রাখেন ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম, ইসলামি আলোচক মওলানা ইয়াহইয়া হাওলাদার, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মো. হারুন অর রশিদ, উপদেষ্টা মো. হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা শাখার উপদেষ্টা মো. তৌহিদুর রহমান রাতুল, মাওলানা মো. ছারোয়ার হোসেন মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আবদুল হাই, ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা তাওহিদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মো. আলতাফ হোসাইন, সেউতিবাড়িয়া মসজিদের ইমাম মাওলানা, মাসুদ, পত্তাশী বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা, ফয়সাল হোসেন প্রমুখ।
বিআলো/তুরাগ