ইন্দোনেশিয়ায় দুই দিনে তিন ভূমিকম্পের আঘাত
আর্ন্তজাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে দুই দিনের মধ্যে কয়েকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সেগুলোর মধ্যে সর্বশেষ আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে, তবে কোনো সুনামি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত ইন্দোনেশিয়ার ভূ-পরিস্থিতি অত্যন্ত সক্রিয়। দেশটির বিভিন্ন অঞ্চলে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়।
গত বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় নর্থ সুলাওয়েসি অঞ্চলের তন্দানোর থেকে ২৯ কিলোমিটার দক্ষিণে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইউএস জিওলজিকাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার। এর আগে রোববার (২৩ নভেম্বর) উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর ছিল না।
এরপর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ৬.২ মাত্রার ভূমিকম্পের রিপোর্ট করেছে, যা প্রাথমিকভাবে ২.৬৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৯৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অনুভূত হয়। তবে কোনও সুনামির আশঙ্কা নেই এবং হতাহতের খবরও নেই।
ইন্দোনেশিয়ার এই ভূ-কম্পনগুলো প্রমাণ করে, দেশটি কতটা ভূ-সক্রিয় অঞ্চলে অবস্থিত এবং আঞ্চলিক নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব অপরিহার্য।
বিআলো/শিলি



