• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইন্দোনেশিয়ায় স্কুলে সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হাজারো শিক্ষার্থী 

     dailybangla 
    26th Sep 2025 9:49 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুল মধ্যাহ্নভোজ কর্মসূচি নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। চলতি সপ্তাহে পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় স্কুল থেকে সরবরাহকৃত খাবার খেয়ে এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

    পশ্চিম জাভার সিপংকো কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউয়ুন সারিহোতিমা বিবিসি ইন্দোনেশিয়াকে জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত অন্তত ১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অনেকের পেটব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ছাড়াও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গেছে।

    এর আগে গত সপ্তাহেই পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে আরও ৮০০ শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। সর্বশেষ ঘটনায় পশ্চিম বান্দুং ও সুকাবুমি অঞ্চলে একাধিকবার প্রাদুর্ভাব দেখা দেয়, যেখানে কেবল সোমবারেই প্রায় ৪৭০ জন অসুস্থ হয়। বুধবার নতুন করে আরও অন্তত ৫৮০ জন শিক্ষার্থী আক্রান্ত হয় বলে জানিয়েছেন প্রদেশের গভর্নর ডেডি মুলিয়াদি।

    প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্যোগে চালু হওয়া এ কর্মসূচির লক্ষ্য সারা দেশে প্রায় ৮ কোটি শিক্ষার্থীকে বিনা মূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করা। কিন্তু ধারাবাহিক বিষক্রিয়ার ঘটনায় কর্মসূচির মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় কয়েকটি বেসরকারি সংস্থা কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছে।

    তবে সরকারের পক্ষ থেকে কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কমিউনিটি ক্ষমতায়নের সমন্বয়কারী মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার। তার দাবি, মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

    বিশ্লেষকদের মতে, বিনামূল্যের খাবার কর্মসূচি প্রেসিডেন্ট প্রাবোওর অন্যতম বড় রাজনৈতিক পদক্ষেপ হলেও একের পর এক বিষক্রিয়ার ঘটনায় তা এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930