ইমরানকে নির্বাসনে পাঠাতে চাইছে সরকার: পিটিআই
dailybangla
01st Dec 2025 10:50 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে প্রচারিত মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে পিটিআই-এর সিনেটর খুররম জিশান জানিয়েছেন, ইমরান খান বেঁচে আছেন এবং আদিয়ালা কারাগারেই আটক রয়েছেন।
তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ইমরান খানকে দীর্ঘদিন ধরে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে এবং পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
খুররম জিশান বলেন, সরকার চায় ইমরান খান নীরব থেকে পাকিস্তান ত্যাগ করুন, এমনকি তার পছন্দের দেশ বেছে নেওয়ার সুযোগও দেওয়া হবে, কিন্তু ইমরান খান এতে রাজি নন। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



