ইমরান খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর: আইএসপিআর
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বক্তব্য এখন জাতীয় নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছে দেশটির সেনাবাহিনী।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কারাবন্দি অবস্থায় থেকেও ইমরান খান জনগণকে ভুল পথে পরিচালিত করছেন এবং রাষ্ট্রের স্বার্থবিরোধী আচরণ করছেন।
তিনি অভিযোগ করেন, ইমরান খান জনগণকে বিদ্যুৎ বিল না দেওয়ার আহ্বান জানাচ্ছেন, প্রবাসী পাকিস্তানিদের রেমিট্যান্স বন্ধ করতে উসকানি দিচ্ছেন এবং সামরিক নেতৃত্বের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। তাঁর মতে, এসব কর্মকাণ্ড রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে।
আইএসপিআর আরও দাবি করে, ইমরান খান নিজের দলের কর্মীদেরই ‘দেশদ্রোহী’ বলছেন এবং সংবিধান যেসব বিষয়ে দায়িত্বশীল মন্তব্যের নির্দেশ দেয়, সেসব জায়গায় তিনি উল্টো বিশৃঙ্খলা তৈরি করছেন।
সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের কর্মসূচি অনুসরণ করে না বলেও মন্তব্য করেন জেনারেল শরীফ।
ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি বলেন, “ওই ব্যক্তির রাজনীতি শেষ, তিনি নিজের অহংকার ও আবেগে বন্দি।”
বিআলো/শিলি



