ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত ইসরায়েল, নিহত অন্তত ১০
আন্তর্জাতিক ডেক্স: দুই দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আজ সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়েছে। এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
উত্তরাঞ্চলীয় তামরা শহরে এক পরিবারের চার নারী প্রাণ হারিয়েছেন। এছাড়া মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে এক শিশু কন্যা (৮) ও এক শিশু পুত্র (১০) নিহত হয়েছে।
ইসরায়েলি সরকার আগেই সতর্ক করেছিল যে, দেশটি সামনে কঠিন সময় পার করতে যাচ্ছে, কারণ তারা ইরানের বিরুদ্ধে একটি ‘নজিরবিহীন’ সামরিক অভিযান চালাচ্ছে। কর্মকর্তারা জানান, এটি স্বল্পমেয়াদি নয়, বরং সপ্তাহব্যাপী একটি দীর্ঘমেয়াদি অভিযান হতে পারে। তবে এর চূড়ান্ত লক্ষ্য এখনো অস্পষ্ট।
শনিবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, “ইরানে এখন পর্যন্ত যেসব হামলা চালানো হয়েছে, তার চেয়েও বড় পরিসরে ভবিষ্যতে অভিযান চলবে।” তাঁর দাবি, এই হামলা ‘বৈধ’, কারণ ইরান ‘না ফেরার পথে’ পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
তবে ইরান এ অভিযোগ বারবার অস্বীকার করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। বিশ্লেষক এবং নেতানিয়াহুর সমালোচকদের মতে, কূটনৈতিক পথ পরিহার করে এই আগ্রাসন একটি ইচ্ছাকৃত যুদ্ধের ইঙ্গিত দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন, যদিও তার প্রস্তাবের ধরন পরিষ্কার নয়। উল্লেখ্য, তিনিই ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে সরিয়ে নিয়েছিলেন, যার ফলে বর্তমান উত্তেজনার ভিত্তি তৈরি হয়।
রোববার আমেরিকা ও ইরানের মধ্যে পূর্বনির্ধারিত পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “ইসরায়েলের বর্বরোচিত হামলা চলাকালে কোনও ধরনের আলোচনা সম্ভব নয়।”
রাতভর ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সকালে আবার নতুন করে হামলার খবর মিলেছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তেহরানের তেল ডিপো ও ইসরায়েলের হাইফা তেল শোধনাগারও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এই সংঘাতের সূচনা হয় শুক্রবার, যখন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায়। এতে ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান হামলা শুরু করে।
বিআলো/সবুজ