ইরানের আকাশে রুশ প্রযুক্তির মিগ-২৯ যুদ্ধবিমান
dailybangla
27th Nov 2025 12:19 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: তেহরানের আকাশে দেখা গেছে ইরানের নতুন মিগ-২৯ ফাইটার জেট। ইরানের বিমান বাহিনী বিষয়টি বার্তা সংস্থা তাসনিমকে নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে উড়ন্ত যুদ্ধবিমানটি এবং স্থানীয়রা এর সনিক বুমের শব্দও অনুভব করেছেন বলে দাবি করেছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, মিগ-২৯টি ইরানের বিমান বাহিনীর বহরে সম্প্রতি যুক্ত হয়েছে এবং তেহরানের আকাশে এটি রুটিন ফ্লাইট পরিচালনা করছিল।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, রাশিয়ার কাছ থেকে ইরান মিগ-২৯ যুদ্ধবিমানের একাধিক ইউনিট হস্তান্তর পেয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিমানগুলো ফার্স প্রদেশের সিরাজ বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে।
বিআলো/শিলি



