ইশরাকের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার বিকেলে রাজধানীর গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয়। এটি ইত্তেফাক মোড়, টিকাটুলী হয়ে পুনরায় গোপীবাগ এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ইশরাক হোসেনসহ দলীয় নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাব্বির আহম্মেদ আরেফ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাবেল শিকদার, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন।
গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে ইশরাককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই বছর আগে নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় এ আদেশ দেন আদালত। এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক।
বিআলো/শিলি