ইসরাইলি বাহিনীতে যুদ্ধের চাপ: বাড়ছে আত্মহত্যার হার
আর্ন্তজাতিক ডেস্ক: গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ইসরাইলি সেনাদের মানসিক স্বাস্থ্যকে গভীর সংকটে ফেলেছে।
সামরিক বাহিনীর সর্বশেষ হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত আত্মহত্যার হার কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইসরাইলের সামরিক বাহিনী প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুযায়ী, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের শেষ নাগাদ ৭ জন সক্রিয় সেনা আত্মহত্যা করেন।
২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ এ। আর ২০২৫ সালের প্রথম দিকেই এরই মধ্যে অন্তত ২০ জন সেনার মৃত্যু আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হয়েছে।
যুদ্ধের আগে প্রতি বছর গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন, যা এখন প্রায় দ্বিগুণ।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের নির্মম অভিজ্ঞতা, লাগাতার সহিংসতা, পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা এবং যুদ্ধ-পরবর্তী মানসিক আঘাত (PTSD) এই প্রবণতা বাড়িয়ে তুলেছে।
সেনাদের মনোবল ধরে রাখা এবং মানসিক সহায়তা বাড়ানো নিয়ে প্রতিরক্ষামন্ত্রীসহ সামরিক নেতৃত্বের ভেতরে তীব্র আলোচনাও চলছে।
গাজায় দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযান ইসরাইলি সমাজেও মানসিক স্বাস্থ্যের সংকট গভীর করছে বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন সামাজিক গবেষক।
বিআলো/শিলি



