ইসরায়েলি নৌ চলাচলে হুমকির পর হুথিদের কঠোর বার্তা
আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি গোষ্ঠী আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, গোষ্ঠীটি ইসরাইলের যে কোনো আক্রমণের সমবেত ও কার্যকর প্রতিক্রিয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি এই প্রস্তুতিকে কেবল কথাবার্তা বা পদযজ্ঞ হিসেবে নয়, বরং বাস্তব পদক্ষেপে রূপান্তরিত বলেও উল্লেখ করেছেন।
আল-ফারাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে বলেন যে, ইয়েমেন তাদের প্রতিক্রিয়াকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে পরিণত করবে- যা ‘শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপকে মূল্য দিতে বাধ্য করবে’। তিনি দাবি করেন, এই চাপ ইহুদিবাদী সত্তার ওপর প্রভাব ফেলবে এবং জায়োনিস্ট যুদ্ধাপরাধীদের ভবিষ্যত ও ইতিহাসের ওপর ধ্বংসাত্মক ফল বয়ে আনবে।
তিনি আরও বলেন, আনসারুল্লাহ মনে করে জায়োনিস্ট শাসকরা একটি একক আঞ্চলিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং যে কাউকে তা মেনে নেওয়ার জন্য বাধ্য করতে চায়। আল-ফারাহ স্পষ্ট করে বলেন যে, ইয়েমেন কোনো আগ্রাসী হুমকি দিয়ে নয়; তবে যে কোনো আক্রমণের ক্ষেত্রে তারা ‘ভারী মূল্য’ দিতে প্রস্তুত।
গাজায় সাম্প্রতিক লড়াই শুরু হওয়ার পর থেকে হুথি বাহিনী লাল সাগরে চলাচলরত ইসরায়েলি এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়েছে – এবং সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে এ সংঘর্ষের প্রভাব পড়ছে। তথ্যসূত্র: মেহের
বিআলো/শিলি



