ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন ইয়োভ গ্যালান্ট
আন্তর্জাতিক ডেস্ক: পার্লামেন্ট থেকে পদত্যাগ করছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি। এবার সেই পদ ত্যাগ করছেন তিনি।
এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। এর আগেও প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরোধিতা করায় ২০২৩ সালের মার্চে প্রথম বহিস্কার হন গ্যালান্ট। সেসময় এ ঘটনা তোলপাড় সৃষ্টি করে।
ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালান্টকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন।
গ্যালান্ট তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, তিনি নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ, তবে তা এখনও শেষ হয়নি।
তিনি আরো বলেন, ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করায় একাধিকবার আলোচনায় এসেছেন গ্যালান্ট।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু ও এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে ইসরায়েল এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করায় একাধিকবার আলোচনায় এসেছেন গ্যালান্ট।
বিআলো/শিলি