ইসরায়েলি বিমান হামলায় স্ত্রী-সন্তানসহ ফিলিস্তিনি ফুটবলার নিহত
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি বিমান হামলায় স্ত্রী এবং দুই সন্তানসহ ফিলিস্তিনি ফুটবলার আহমেদ আবু আল-আত্তা নিহত হয়েছেন।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার (২১ জুন) গাজায় বিমান হামলায় নিহত হয় ওই খেলোয়াড় ও তার পরিবার। তবে সংবাদ প্রকাশ করা হয় ২৩ জুন, রবিবার।
ওই প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ওই খেলোয়াড় স্ত্রী ওই দুই সন্তান নিয়ে গাজায় নিজ বাড়িতেই ছিলেন। এ সময় হঠাৎ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ফুটবল খেলোয়াড় আহমেদ আবু আল-আত্তা তার স্ত্রী এবং দুই সন্তান নিহত হন।
পিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলার আবু আল আত্তা (৩৪) আল-আহলি গাজা ফুটবল দলের একজন ডিফেন্ডার ছিলেন। তার স্ত্রী রুবা ইসমায়েল আবু আল-আত্তা পেশায় একজন চিকিৎসক ছিলেন।
ফিলিস্তিনি অলিম্পিক কমিটির সভাপতি জিব্রিল রাজউব এই মাসের শুরুতে জানিয়েছিলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রেফারি এবং ক্রীড়া কর্মকর্তাসহ ৩০০ বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। আবু আল আত্তার মৃত্যুর পর এ সংখ্যা আরও বাড়ল।
বিআলো/শিলি