ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি লেখক ও অধিকারকর্মীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ৩৮ বছর ইসরায়েলে কারাবন্দি থাকা ফিলিস্তিনি লেখক ও অধিকারকর্মী ওয়ালিদ দাক্কা মারা গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের শামির মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।
১৯৮৬ সাল থেকে কারাগারে থাকা লেখকের মৃত্যু নিয়ে প্যালেস্টিনিয়ান কমিশন বলছে, ‘ধীরে ধীরে হত্যা’ করার নীতি প্রয়োগ করার কারণে দাক্কা মারা গেছেন।
ইসরায়েলের কারাগারে দাক্কার মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে এক বিবৃতিতে প্রশ্ন তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির বেন গভির বলেন, স্বাভাবিক কারণেই দাক্কার মৃত্যু হয়েছে। এটি সন্ত্রাসীদের জন্য নির্ধারিত মৃত্যুদণ্ড প্রক্রিয়ার কোনো অংশ নয়। এমনটা হওয়ারই ছিল।
দীর্ঘদিন ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন দাক্কা। ১৯৮৬ সালে এক ইসরায়েলি সেনাকে হত্যার দায়ে ইসরায়েল সরকার তাকে গ্রেফতার করে। এর পর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
বিআলো/শিলি