ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাটল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ভ্যানচালক গুরুতর আহত
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কে শাটল কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ভ্যানচালককে তাৎক্ষণিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঝাল চত্বর দিক থেকে প্রধান ফটকের দিকে মোড় নেওয়ার সময় হঠাৎই একটি ভ্যান শাটল কারের সামনে চলে আসে। এ সময় দ্রুতগতির শাটলটির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং চালক গুরুতর আহত হন। শাটলটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও কাচ ভেঙে পড়ে।
পরে উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্য ভ্যানচালকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেন। ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির শরীরের কয়েকটি স্থানে আঘাত লেগেছে এবং হাত-পায়ের কিছু অংশে কাচের আঘাতে কাটা লেগেছে। তাকে নয়টি সেলাই দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “ঘটনাটি শুনে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট শাটল চালক তানভীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আহত ভ্যানচালকের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।”
বিআলো/ইমরান



