‘ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না’
নিজস্ব প্রতিবেদক: ইসলামী শিক্ষা নিয়ে যে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। নাগরিকদের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষার বিকল্প নেই। সুতরাং শিক্ষা বৈষম্য দূর করে সব স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
আজ শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় শিক্ষা বৈষম্য নিরসন শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ এ কে এম মাহবুবুর রহমান। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ সামছুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আব্দুস সালাম আল মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ শহীদুল হকসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইসলামী শিক্ষা না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন রকম অশ্লীল অন্যায় অপকর্মের সঙ্গে জড়িয়ে যাবে। ইসলামী শিক্ষা জাতিকে শৃঙ্খলা শেখায়। নাগরিকদের সঠিক শিক্ষাভদিয়ে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই।
বিআলো/তুরাগ