ঈদের আনন্দে রূপ নেয় দুর্ঘটনায়, তিন দিনে পঙ্গু হাসপাতালে ৯৪২
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতায় আহত হয়ে গত তিন দিনে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হয়েছেন ৯৪২ জন রোগী। এসব রোগীর বেশিরভাগই ছুরি-কাঁচি ও চাপাতির আঘাতে আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কোরবানির দিন (১ম দিন) থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ জন করে আহত রোগী আসেন। এদের মধ্যে কারও হাত কেটে গেছে, কারও পা, কেউবা হাড় ভেঙে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
পঙ্গু হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসক বলেন, “প্রতিবার ঈদুল আজহার সময় এ ধরনের দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ঘটে বাড়ির ছাদে বা রাস্তায় কোরবানি করার সময় ছুরি বা চাপাতি ব্যবহারে অসাবধানতার কারণে।”
এদিকে, হাসপাতালের জরুরি বিভাগে দ্বায়িত্বরত সূত্র জানায়, আজও সকাল থেকে এ ধরনের রোগী আসছে। তবে সেটা বিগত দুই দিনের তুলনায় কম।
বিআলো/সবুজ