• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় ব্যাপক ভিড় 

     dailybangla 
    08th Jun 2025 7:13 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ঈদুল আজহার লম্বা ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঈদের পরদিন সকাল থেকেই ছিল উপচে পড়া জনসমাগম। স্বচ্ছ পানির কলতান আর পাথরের সৌন্দর্য উপভোগে মুগ্ধ হাজারো পর্যটক ভিড় করেন এ এলাকায়।

    সিলেট মহানগরীর আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার, খাদিমনগর জাতীয় উদ্যান, শাহী ঈদগাহ ও গৌর গোবিন্দের টিলা। তবে নগরীর বাইরে ছড়িয়ে থাকা প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোই সবচেয়ে বেশি পর্যটকের মনোযোগ কাড়ছে।

    পর্যটকদের দাবি, অনুকূল আবহাওয়ার কারণে এবারের ঈদে সিলেটে ঘুরতে এসেছে অসংখ্য মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে কমপক্ষে পাঁচ লাখ পর্যটক সিলেট অঞ্চলে ভ্রমণে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে সীমান্তঘেঁষা এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তবর্তী এই এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা বাড়তি নজরদারি করছি।’

    ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে এভাবে মানুষের ঢল অব্যাহত থাকলে স্থানীয় পর্যটন খাত চাঙা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930