ঈদের পর থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা
dailybangla
04th Jun 2024 9:29 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। আর দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে নতুন এই সময়সূচির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবস থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
বিআলো/শিলি