ঈদের ফাঁকা শহরে ডেঙ্গুর বাড়তি ঝুঁকি
অনলাইন ডেক্স: টানা তাপপ্রবাহের পর রাজধানীসহ সারা দেশে কয়েকদিন ধরে স্বস্তির বৃষ্টি হচ্ছে। এতে কমেছে গরমের তীব্রতা, বায়ুর মানও তুলনামূলকভাবে উন্নত হয়েছে। স্বস্তির এই আবহাওয়া সাময়িক শান্তি দিলেও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ নিয়ে।
বৃষ্টির পানি জমে যাওয়ায় এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে ঢাকাসহ দেশের সকল বিভাগ এবং সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে অনেক পরিবার রাজধানী ও বড় শহরগুলো ছেড়ে গ্রামে চলে যান। ফলে অনেক বাসাবাড়ি অনিয়মিতভাবে পরিচর্যা হয় না, পানি জমে থাকে ফুলের টব, এসির ট্রে কিংবা অব্যবহৃত পাত্রে—যা ডেঙ্গু বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে।
জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্র জানায়, জুনের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর বর্ষাকালে এই সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর শঙ্কা রয়েছে।
বিশিষ্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল করিম বলেন: “বর্ষার শুরুতেই নাগরিকদের খুব সতর্ক হতে হবে। বৃষ্টির পানি জমে থাকা যে কোনো জায়গা থেকেই ডেঙ্গুর বিস্তার ঘটতে পারে। ফাঁকা বাসা-বাড়িতে নিয়মিত মশার ওষুধ ছিটানো এবং পানি নিষ্কাশন নিশ্চিত করা এখনই জরুরি।”
স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে দেশের হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগী সেবার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনগুলো নিয়মিত মশকনিধন কার্যক্রম চালালেও ব্যক্তিগত সচেতনতার ওপরই জোর দিচ্ছেন সবাই।
বিআলো/সবুজ