ঈদে ফাঁকা বাসায় হানা, গেন্ডারিয়ায় ১৮ লাখ টাকার চুরি
বিশেষ প্রতিনিধি: রাজধানীর গেন্ডারিয়ার দ্বীননাথ সেন রোডের একটি ফাঁকা ফ্ল্যাট থেকে প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গেন্ডারিয়া ৭৩/১ দ্বীননাথ সেন রোডের একটি সাততলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে। বাসার মালিক মোখলেছুর রহমান জানান, ঈদুল আজহা উদযাপনের জন্য গত ২৫ মে সকাল ১০টার দিকে তিনি পরিবারসহ গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। বের হওয়ার সময় ফ্ল্যাটের মেইন দরজায় তালা লাগানো ছিল।
ঈদ শেষে গত ৩০ জুন সন্ধ্যা ৭টায় ফিরে এসে তারা দেখেন, মেইন দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্ল্যাটের ছেলের ঘরের জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়।
মোখলেছুর রহমানের অভিযোগ, আলমারির ড্রয়ার থেকে তার স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালঙ্কারসহ ২ ভরি জোড়া চুরি (মূল্য আনুমানিক ৬ লাখ টাকা), গলার বড় নেকলেস (৪ ভরি, আনুমানিক ৪ লাখ টাকা), ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা) এবং নগদ ৫ লাখ টাকা চুরি হয়ে যায়। সব মিলিয়ে চুরি হওয়া টাকার পরিমাণ প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকা।
ঘটনার পর মোখলেছুর রহমান পরিবার ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে ৩০ জুন গেন্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ পরিদর্শন শেষে ১ জুলাই থানায় মামলা গ্রহণ করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
বিআলো/তুরাগ