ঈদ যাত্রা নিশ্চিত করতে পরিবহনের অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান
নিজস্ব প্রতিবেদকঃ এবারের ঈদে ঘরমুখি মানুুষের স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যাতে নিতে না পারে সেই লক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর ভ্র্যাম্যমান আদালত সারা ঢাকা শহরে কাজ করছে।
সেই ধারাবাহিকতায় আজ ০৪ এপ্রিল (বৃহসপতিবার) সকাল ০৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিআরটিএ-এর ভ্র্যাম্যমান আদালত-০৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার (ঢাকা – ময়মনসিংহ হাইওয়ের খিলক্ষেত হতে আব্দুল্লাপুর) পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার মহাখালি বাস টার্মিনাল হতে ছেড়ে আসা ইমাম পরিবহন, হানিফ পরিবহন, ঈগল পরিবহন, সোহাগ পরিবহনসহ দূরপাল্লার সকল বাসে যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় যাত্রীরা জানান তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, সরকার নির্ধারিত ভাড়ায় তারা টিকেট পাচ্ছেন।
সরেজমিনে আরো দেখা যায়, নিরাপদ যাত্রার জন্য কোনো ফিটনেসবিহীন বাস পেলে মেজিষ্ট্রেট সেটিকে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এ সময় ইমাম পরিবহন, শাহ সুলতান পরিবহনসহ বেশ কয়েকটি বাস ফিটনেসবিহীন হওয়ায় জরিমানার আওতায় নিয়ে আসেন এবং ইমাম পরিবহনের একটি বাস ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটিকে ডাম্পি হেফাজতে রাখেন।
এছাড়াও বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন যাতে বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে নিতে না পারে এবং সেটা সার্বক্ষণিক তদারকি করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বাংলাদেশের আলো-কে জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের কোনো অভিযোগ পেলে তা সাথে সাথে আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ