উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
dailybangla
01st Jun 2024 4:18 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শনিবার (১ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এরইমধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।
বিআলো/শিলি