• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উত্তরা সেক্টর ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন 

     dailybangla 
    03rd Jun 2025 8:16 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: ব্র্যাক ব্যাংক ঢাকার উত্তরা সেক্টর৬-এ একটি নতুন উপশাখা চালু করেছে।

    আজ মঙ্গলবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান রাজধানীর উত্তরায় ৬ নং সেক্টরের এ এন জে হাইটস, হোল্ডিং নং: ১৩, রোড নং: ১২-এ আনুষ্ঠানিক ভাবে উপ-শাখাটি উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এছাড়াও, সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ. কে. এম. তারেক এবং ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

    এ উপশাখাটি সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত ব্যাংকিংসেবা প্রদান করবে। একই সাথে ব্র্যাক ব্যাংক উত্তরার স্থানীয় ব্যক্তি পর্যায়ের গ্রাহকও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত করবে এবং এস এম ইউদ্যোক্তাদের তাদের চাহিদা অনুসারে বিশেষায়িত ব্যাংকিংসেবা প্রদান করবে।

    এছাড়াও নতুন উপশাখাটি একটি বিস্তৃত পরিসরে আধুনিক ব্যাংকিং সেবার ব্যবস্থা করবে, যা একক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে। এখানে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন (EFTN) ও আরটিজিএস (RTGS) ব্যবহার করে অর্থস্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্র এবং আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন। তবে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হবে না।

    ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিংসেবা প্রদানের লক্ষ্যে তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক চালু করেছে।

    উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ১৯১টি শাখা ও ৮০টি উপশাখা নিয়ে বাংলাদেশে অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031