উপদেষ্টা আসিফ মাহমুদের নিজ এলাকা মুরাদনগরে সফর
নিজস্ব প্রতিবেদক: আজ ঈদের ২য় দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিজ জন্মস্থান কুমিল্লা জেলায় আসেন।
তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া, পাহারপুর, ছালিয়াকান্দি, জাহাপুর, দারোরা ইউনিয়নের বাসিন্দাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
এ সময় উপদেষ্টা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকাবাসীদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। স্থানীয় সমস্যাবলী স্থানীয় বাসিন্দাদের নিকট শুনেন এবং তা দ্রুত সময়ের মধ্যে সামাধানের আশ্বাস প্রদান করেন; উপদেষ্টা কুমিল্লা জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এইসময় উপদেষ্টা আসিফ মাহমুদকে এক পলক দেখতে হাজার হাজার বাসিন্দার সমাগম ঘটে। উপদেষ্টাকে পেয়ে এলাকাবাসীর আনন্দ কয়েকগুনে বৃদ্ধি পায়।
একই দিন বিকালে ক্রীড়া উপদেষ্টা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মেটেংঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করেন।
বিআলো/তুরাগ