উল্লাপাড়া মডেল মসজিদ ভবনের নির্মাণ কাজ বন্ধ
শাহ আলম সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল মসজিদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে উল্লাপাড়ায় নির্মাণাধীন মডেল মসজিদের কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল সংলগ্ন নগরবাড়ী- বগুড়া মহাসড়কের পাশে মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্রের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।
২০২২ সালের ২৬ এপ্রিল মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ফার্স্ট এস এস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ২০১৯ সালের ৩ জুন এর নির্মাণ কাজে গণপূর্ত বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়। জানা যায়, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র ভবন নির্মাণে প্রায় ১১ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয়া হয় ও সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগকে এর নির্মাণ কাজ তদারকি ও বাস্তবায়নের দায়িত্বে দেওয়া হয়।
ঠিকাদার প্রতিষ্ঠানটি মডেল মসজিদের ভবনের বেজ ও মূল পিলার নির্মাণে ব্যাপক অনিয়ম ও ত্রুটি করে ফলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নজরে আসলে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান নির্মাণাধীন মডেল মসজিদ ভবন পরিদর্শন করে ২০২৩ সালের ২৩ মার্চে একটি তদন্ত কমিটি গঠন করে দেন। ওই কমিটি দুই কার্যদিবস তদন্ত করে ২৫টি পিলার ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। নির্দেশনা মোতাবেক ২৫টি পিলার ভেঙ্গে নতুন করে আবার ২৫টি পিলার নির্মাণ করেন। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। ইতোমধ্যে মডেল মসজিদ ভবন নির্মাণ কাজ বেশ এগিয়ে আনা হলেও প্রায় দেড় মাস হলো এর নির্মাণ কাজ একেবারে বন্ধ রয়েছে। নির্মাণ সামগ্রীর কিছু আর নেই। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজিজ মোল্লা নামের একজন কেয়ার টেকার রয়েছেন।
তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয়েছে তারা এর নির্মাণ কাজ আর করবেন না। পরবর্তীতে অন্য ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণ কাজ করতে আসলে তার দায়িত্বে থাকা সব কিছু তাদেরকে বুঝে দেবেন বলে জানান। এ বিষয়ে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক ক্ষতি দেখিয়ে একটি লিখিত আবেদন দেন। তার আবেদনটি যথাযথ নিয়মমাফিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে তা মঞ্জুর হয় ও কাজ বতিল করে বাকি কাজ করার জন্য পুনরায় টেন্ডার করার নির্দেশ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে ওই মডেল মসজিদের নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।
বিআলো/তুরাগ