• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট: আমিনুল হক 

     dailybangla 
    04th Jun 2025 9:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক বলেছেন, অন্তবর্তীকালীন সরকার তারা স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে।

    বুধবার বিকেলে রাজধানীর উত্তরাতে মুহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং পল্লবী হাতিরঝিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে কিন্তু এতে বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয় নাই। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর তারা যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে বাজেট দিতে এই অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

    এসময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি অত্যন্ত মন্হর। বিদেশিরা এখানে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। বিনিয়োগ ১০ বছরে সর্ব নিম্নে চলে গেছে। তার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

    আমিনুল হক বলেন, জনগনের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে। জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা সরকারই একমাত্র পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংষ্কার করতে। বাংলাদেশে পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এবং পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে।

    তিনি বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভিতরে করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করতে চাই

    তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সকল দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে – দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।

    দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, অন্তবর্তী সরকারের কাছে আমাদের আহবান আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

    সন্ধ্যায় মিরপুর ৬ নম্বরে দারুল উলুম মাদ্রাসার এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল হক।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930