• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন 

     dailybangla 
    03rd Nov 2024 10:44 pm  |  অনলাইন সংস্করণ

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন।

    শনিবার (২ নভেম্বর) পিরোজপুর বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলায় আহত মো. সুমন শেখ (৩৪) পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক নেতা আলিফ আহমেদ রাজিব, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্য আনিসুর রহমান প্রমুখ।

    এ সময় আলিফ আহমেদ রাজিব বলেন, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. সুমন শেখসহ তার মা, ভাইয়ের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনতে পারলে আমরা পিরোজপুর জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও মটর শ্রমিক ইউনিয়ন রাজপথে নামবো।

    উল্লেখ্য, গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন অস্ত্রধারী মো. সুমন শেখ (৩৪) ও শাহিন শেখ (২৮) এর ওপর অতর্কিত হামলা করে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে সুমন ও শাহিন দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031