• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    একটা পলাতক দল অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে 

     dailybangla 
    03rd Mar 2025 11:45 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    গত সাত মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলেন। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি।

    সরকারের ছয় মাসের মূল্যায়ন ও প্রধান উপদেষ্টা হিসেবে নিজের সফলতার বিষয়ে তিনি বলেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার। আমরা দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে। প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেওয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশকিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে।

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ঐক্য ছিল তা এখনও আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমারতো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে, এরকম কোনো খবরতো আমি পাই নাই এখনও। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু তার মানে এই নয়, ঐক্যের মধ্যে ফাটল ধরেছে। এরকম কোনো ঘটনা ঘটে নাই।

    ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দলের প্রতি সরকারের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সরকার হিসেবে আমাদের কোনো পজিশন নাই। অভিযোগ একেবারেই সঠিক নয়।

    তিনি জানান, সেনাবাহিনী প্রথম থেকেই সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা ওনার বক্তব্য উনি বলবেন। আমারা ওনাকে এনডোর্স করা না করারতো বিষয় না।

    সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কি না? সরকারপ্রধান হিসেবে আপনি কী মনে করেন- এমন প্রশ্ন করা হলে ড ইউনূস বলেন, এটাতো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য। এটাতো সবসময় থ্রেট আছেই। প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটাতো সবসময় থাকবে।

    ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে।  সূত্র: বিবিসি বাংলা

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31