একদিন নিখোঁজ থাকার পর পাটক্ষেত থেকে এলজিইডি অবসরপ্রাপ্ত কর্মীর মরদেহ উদ্ধার
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে আব্দুল জলিল সিকদার (৬৫) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অবসরপ্রাপ্ত কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার মৌলভীকান্দি এলাকার একটি পাটক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আব্দুল জলিল সিকদার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এলজিইডি কার্যালয়ের সাবেক অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের সময় তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে পার্শ্ববর্তী মৌলভীকান্দি গ্রামে তার বড় মেয়ের জামাইয়ের বাড়ির কাছের একটি পাটক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পরিবার। সেখানে গিয়ে মরদেহটি আব্দুল জলিল সিকদারের বলে শনাক্ত করেন স্বজনরা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, গ্রাম পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও, পুলিশ বলছে তদন্তের পর প্রকৃত তথ্য উদঘাটন হবে।
বিআলো/এফএইচএস