একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৮০ কর্মকর্তাকে বদলি
dailybangla
17th Oct 2024 10:44 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে একযোগে বদলি করে পদায়ন করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে ৪৮ জনকে এবং অপর প্রজ্ঞাপনে ৩২ জনকে পদায়নের বিষয়ে জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
যাদের পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে ৫২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন। তারা পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছিলেন। তবে পদায়নের পর এখন তারা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দায়িত্বে নিয়োজিত হবেন।
বিআলো/শিলি