এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ পাননি: আইন মন্ত্রণালয়
dailybangla
10th Aug 2024 8:07 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখর্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করা থেকে বিরত থাকতে আইন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।
এর আগে আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা।
অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।
বিআলো/শিলি