এনসিপি ছাড়লেন ডা. তাজনূভা জাবীন
বিআলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন দল থেকে পদত্যাগ করেছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট এবং সেই জোট গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতাকেই তিনি এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দল ছাড়ার পেছনের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
তাজনূভা জাবীন লেখেন, জোটের সিদ্ধান্তের চেয়েও বেশি উদ্বেগজনক হলো যেভাবে তা গোপনে ও ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছে। সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহ করে ১২৫ জন প্রার্থী চূড়ান্ত করার পর হঠাৎ করে মাত্র ৩০টি আসনে সমঝোতার ঘোষণা দেওয়া হয়, যার ফলে অধিকাংশ প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়।
তার অভিযোগ, এই সিদ্ধান্ত কোনো সাধারণ সভা বা নির্বাচন কমিশনের বৈঠকে গৃহীত হয়নি। বরং শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয়, যাতে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে না পারে।
তিনি বলেন, এনসিপি যে গণপরিষদ, দ্বিতীয় প্রজাতন্ত্র, নারী ও জাতিগত প্রতিনিধিত্ব এবং মধ্যপন্থার রাজনীতির কথা বলেছিল, সেই আদর্শ থেকেই তিনি দলটিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই আদর্শ থেকে সরে আসা হয়েছে।
দলের অভ্যন্তরীণ রাজনীতিতে ‘মাইনাস’ সংস্কৃতি ও শীর্ষ নেতৃত্বের পারস্পরিক দ্বন্দ্বের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে আরও অনেক নেতার দল ছাড়ার ইঙ্গিত দেন।
ডা. তাজনূভা জাবীন জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং নির্বাচনী তহবিলে পাওয়া সব অনুদান পর্যায়ক্রমে ফেরত দেবেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া যে নতুন রাজনৈতিক স্বপ্ন নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, বর্তমান এনসিপিতে সেই জায়গাটি আর খুঁজে পাচ্ছেন না। তবে দেশের গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রাম তিনি চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।
বিআলো/শিলি



