এবারের হাটে বিদেশির চাইতে দেশি গরুই বেশি
নিজেস্ব প্রতিবেদক: দুই দিন বাকি আর মাত্র ঈদুল আজহার। প্রতিদিন হাটগুলোতে আসছে পশু, যার বেশিভাগই দেশি গরু। তবে এখনো পুরোপুরি জমেনি কোরবানির পশুর হাট। এবার হাটে আকারে ছোট ও মাঝারি গরুর চাহিদা একটু বেশি। ভারত, মিয়ানমার ও ভুটান থেকে গরু-মহিষ কম আসার কারণে দেশি গরুর এমন আধিপত্য বলে মনে করছেন অনেকেই। রাজধানীর হাটগুলোতে দেশি গরুর পাশাপাশি বিদেশি বলতে রয়েছে সংকর জাতের গরু।
পুরান ঢাকার একটি পশুর হাট পরিচালনা কমিটির একজন জানিয়েছেন, “বিদেশি গরু এবার হাটে নাই বললেই চলে। যা দেখছেন এগুলোর বেশিরভাগই ক্রস (সংকর), দেখতে বিদেশি মনে হয়। বিক্রেতারা বলছেন, হাটে গরু থাকলেও খুব একটা ক্রেতা নেই।
আর ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছুটা বেশি দাম । দুই থেকে আড়াই মণ ওজনের গরুর দাম হাকা হচ্ছে ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত।
দুপুরে পুরান ঢাকার হাটে গিয়ে দেখা যায়, পুরো হাটে হাতে গোনা ২০ থেকে ২৫ জন ক্রেতা। এর মধ্যে অনেকেই এসেছেন দেখতে, আবার অনেকেই এসেছেন দামদর করতে। পছন্দ হলে নিয়ে যাবেন।
এই বাজারে কুষ্টিয়া থেকে আটটি দেশি গরু নিয়ে এসেছেন এক ব্যবসায়ী।
তিনি বলেন, দুইদিন আগে সকালে হাটে গরু নামছে, আজকে থেকে হয়ত বেচাকেনা শুরু হবে। আমি এই বাজারে গত আট বছর ধরে গরু নিয়ে আসি। আমার এখানে এক লাখ ৬০-৭০ হাজার টাকা দামের গরুই বেশি। লোকজন দামদর করছে, কেউ কেউ এক লাখ ১০ থেকে ১৫ হাজার টাকা বলছে।”
মুরগিটোলা মোড়ের হাটে হাসিল আদায়ের কাউন্টার থেকে জানা যায়, বেচাকেনা তো এখনও শুরু হয়নি। দুই দিন ধরে একটা দুইটা বিক্রি হয়েছে। আজকেও কয়েকটা বিক্রি হয়েছে। বিকাল থেকে বেচাবিক্রি বাড়বে। আমাদের কেনা-বেচা মূলত কাল পরশু সারা রাত হবে।
বিআলো/অনলাইন