এবার বান্ধবীর দুর্নীতিতে ফাঁসলেন সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক: শিল্পপতি সালমান এফ রহমানের কথিত বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ও ভাতিজাসহ ১৯ জনকে আসামি করে মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিান।
জুলাই গণহত্যার অন্যতম নির্দেশদাতা হিসেবে গেল কয়েক মাস ধরে আদালতের বারান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছে দুদক।
কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠান ঋণের অর্থলুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে।
দুদকের মহাপরিচালক জানান, ১৯০ কোটি টাকার মানিলন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলাদা দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ও ভাতিজাসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
বিআলো/শিলি