এমআইএসটি’র উদ্যোগে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা ‘রোবোলিউশন ২০২৫’ শুরু
নিজস্ব প্রতিবেদক: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা রোবোলিউশন ২০২৫ ও ৪র্থ আইইইই আন্তর্জাতিক সম্মেলন—রোবোটিক্স, অটোমেশন, এআই ও আইওটি (রেইকন) উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এমআইএসটি ক্যাম্পাসে এ দুটি ইভেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
রোবোলিউশন ২০২৫–এ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তাদের তৈরি রোবোটিক্স উদ্ভাবন প্রদর্শন করে। এমআইএসটি রোবোটিক্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ দেয়।
একই সময় রেইকন সম্মেলনে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেশন ও কী-নোট বক্তৃতা অনুষ্ঠিত হয়। রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস নিয়ে গবেষক ও বিশেষজ্ঞরা তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন।
রোবোলিউশন ২০২৫–এর কার্যক্রম শুরু হয় নিবন্ধন ও কিট বিতরণের মাধ্যমে। পরে শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল—ব্যাটল অব বটস, লাইন ফলোয়িং রেস, সকার বট, কসমো ক্লেঞ্চ, ভ্যালোরান্ট গেমিং প্রতিযোগিতা, ভিএলএসআই ডিজাইন ও অর্ডুইনো কোড চ্যালেঞ্জ। এগুলো এমআইএসটি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
ইভেন্টটির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের রোবোটিক্স দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং প্রযুক্তিভিত্তিক জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা। রেইকন ও রোবোলিউশনের কার্যক্রম পাশাপাশি অনুষ্ঠিত হওয়ায় একাডেমিক ও পেশাজীবী অংশগ্রহণকারীদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিআলো/ইমরান



