এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
বিআলো ডেস্ক: দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ)।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নতুন পরিপত্র অনুযায়ী, এখন থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাই ও সুপারিশ করবে এনটিআরসিএ।
এর আগে এসব নিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ছিল। শিক্ষা কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন ব্যবস্থায় নিয়োগের জন্য ১০০ নম্বরের একটি পৃথক পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতায় ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন। মেধাতালিকা ও পছন্দের ভিত্তিতে এক পদে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
এনটিআরসিএর সুপারিশ পাওয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগপত্র দিতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। সূত্র: বাসস
বিআলো/শিলি



