এমপি নির্বাচিত হলে হযরত ওমরের আদলে চাঁদপুর-২ আসন পরিচালনা করবো : ফয়জুন্নুর আখন
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর এর আদলে মতলব পরিচালনা করবেন ফয়জুনূর আখন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিপাবলিকান পার্টির চাঁদপুর-২ আসনের এমপি প্রার্থী (হাতি প্রতীক) ফয়জুন্নুর আখন রাসেল এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর বাজার, ট্রলারঘাট বাজার জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ বাজারসহ বিভিন্ন হাটবাজারে তার নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
গণসংযোগকালে তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করে নিজ মার্কা হাতি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন। লিফলেট বিতরণ করেন। ভোট ও দোয়া চান। এসময় তিনি বলেন, আমাদের মতলব পরিচালনার মূলনীতি হবে ন্যায়বিচার। ধনী-গরিব, শাসক-শাসিত সবার জন্য আইন থাকবে সমান।
এমনকি আমার নিজের পরিবারও আইনের ঊর্ধ্বে থাকবে না। জবাবদিহিতা ও দায়িত্ববোধ আমি বিশ্বাস করি। মতলবে এমপি মানে মতলবের জনগণের সেবক। আমি স্পষ্টভাবে বলছি মতলবে একজন সাধারণ মানুষও যদি অনাহারে মারা যায় তার দায় আমার।
পরামর্শভিত্তিক শাসন মতলব পরিচালনায় আমরা সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়মিত পরামর্শ করবো। একক সিদ্ধান্ত নয় সম্মিলিত মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আইনের শাসন আমি আমার পরিবার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব নিবো এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করবো।
আইন ও শৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে প্রতি মাসে ইউনিয়ন পরিষদগুলো সরেজমিনে পরিদর্শন করবো। আমাদের শাসনব্যবস্থা হবে ন্যায়, মানবিকতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত।
বিআলো/আমিনা



