• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ‘এয়ার’ আইফোনের নতুন সংস্করণ 

     dailybangla 
    27th Nov 2024 6:32 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: আইফোন ১৭ এয়ার (বা আইফোন ১৭ স্লিম) চালু নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা দীর্ঘদিনের। আইফোন ১৬ প্লাস মডেলের হতাশাজনক বিক্রির কারণে এ পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। জিএসএম এরিনা।

    সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, আইফোন ১৭ এয়ার আগের চেয়ে আরও বেশি পাতলা হবে। ধারণা করা হচ্ছে, এর পুরুত্ব হবে মাত্র ৫ মিমি. থেকে ৬ মিমি. পর্যন্ত। এটি সত্যিই অত্যন্ত পাতলা একটি স্মার্টফোন হতে চলেছে। বর্তমান আইফোন ১৬-এর পুরুত্ব ৭.৮ মিমি এবং আইফোন ১৬ প্রো-এর পুরুত্ব ৮.২৫ মিমি.। এমনকি ৬.১ মিমি. পুরু আইপ্যাড এয়ারকেও এটি ছাপিয়ে যাবে।

    তবে অ্যাপলের নতুন আইপ্যাড প্রো ৫.১ মিমি. পুরু, এবং আইফোন ১৭ এয়ারও প্রায় একই ধরনের গড়ন পেতে পারে। আইফোন ১৭ এয়ারের পাতলা তা বজায় রাখতে কিছু ফিচার বাদ দেওয়া হয়েছে। এ ডিভাইসে ফিজিক্যাল সিম কার্ডের সমর্থন থাকবে না। একটি মাত্র স্পিকার থাকবে, যা একই সঙ্গে ইয়ারপিস হিসাবেও কাজ করবে। এতে অ্যাপলের নতুন ডিজাইন করা মডেম ব্যবহৃত হবে, যা শক্তি সাশ্রয়ী এবং আকারে ছোট হলেও এতে এমএমওয়েভ সমর্থন থাকবে না এবং ডেটার গতি কোয়ালকম চিপের তুলনায় ধীর হবে।

    এছাড়া পাতলা করতে এ ডিভাইসে ছোট ব্যাটারি ব্যবহার করা হবে, যা বর্তমান আইফোন ১৬-এর ৩,৫৬১ এমএএইচ ব্যাটারির চেয়ে কম হবে।

    নতুন আইফোন ১৭ এয়ারে থাকবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেম, এ১৯ চিপ এবং ফেস আইডি। এতে ডায়নামিক আইল্যান্ড ফিচারের পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ডিভাইসটিতে ৮ জিবি র্যাম থাকবে বলে আশা করা হচ্ছে।

    আইফোন ১৭ এয়ার ২০২৫ সালের সেপ্টেম্বরে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর সঙ্গে উন্মোচিত হতে পারে। এটি বাজারে এলে, এর অত্যন্ত পাতলা ডিজাইন এবং আধুনিক ফিচার গেম-চেঞ্জার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031