এলজিইডির মাঠপর্যায়ে কাজ, বাস্তবায়নের পর্যালোচনা সভা
dailybangla
17th May 2025 8:23 pm | অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধি: সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মাঠপর্যায়ে কাজ বাস্তবায়নের ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এলজিইডির সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশীদ মিয়া।
এ সময় তিনি বলেন, যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে হবে। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই চলমান সকল প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। কাজ বাস্তবায়নে কোনো প্রকার সময় ক্ষেপণ করা যাবে না।
এ সময় এলজিইডির বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণও উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ