• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    এলজিইডি চাঁদপুরের উদ্যোগে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা 

     dailybangla 
    06th Jan 2025 7:05 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী,চাঁদপুর:
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)” শীর্ষক প্রকল্পের উন্নয়নমূলক কাজ ADB অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়নে’ (এলজিইডি) চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কমিউনিটি অর্গানাইজারগণের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপী কামরুল ইসলাম সিদ্দিক হলে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)” প্রকল্পের আওতায় “জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর এ কর্মশালা আয়োজন করে।

    উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি চাঁদপুরের নিবার্হী প্রকৌশলী মো: আহসান কবির।

    তিনি বলেন, কর্মশালায় গ্রামীণ সড়কের টেকসই পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু সংযোগ অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনজীবনের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এলজিইডির আরসিআইপি প্রকল্প। টেকসই পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু গ্রামীণ সংযোগ অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনজীবনের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে।
    নির্বাহী প্রকৌশলী গ্রামীন অবকাঠামো উন্নয়ণ কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করনে বিষদ আলোচনা করেন। তিনি প্রকল্পে কাজে আরও গতিশীল প্রতিকূলতা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক উপদেশ ও সর্বাত্বক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম, আরসিআইপি প্রকল্পের সহকারী প্রকৌশলী
    অর্পন।
    কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদ আহসান, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, মো আজিজুল হক, মো আশরাফুল সাহান, মোঃ আবরার আহম্মেদ, সৌরব দাস,ও মোঃ মনির হোসেন, সহকারী প্রকৌশলী তাহসিনুল হোসেন মুকুলসহ ৮ উপজেলা উপ সহকারী প্রকৌশলী ও কমিউনিটি অগানাইজাররা অংশগ্রহণ করেন।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031