এশিয়ান কাপ বাছাইয়ে ৫-০ গোলে বাংলাদেশের জয়
dailybangla
22nd Nov 2025 3:57 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শনিবার টংলিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দল ৫-০ ব্যবধানে হারিয়েছে পূর্ব তিমুরকে। ম্যাচের শুরুতেই মানিকের ক্রসে রিফাত কাজীর হেডে এগিয়ে যায় লাল-সবুজরা।
২৮ মিনিটে নাজমুল হুদা ফয়সালের ফ্রি-কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান মানিক। বিরতির আগে ৪৩ মিনিটে ডি-বক্সের ভিড়ে বল পেয়ে আবারও গোল করেন এই স্ট্রাইকার, ফলে প্রথমার্ধ শেষ হয় ৩-০ তে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে বাংলাদেশ। ৪৯ মিনিটে বায়েজিত বোস্তামি ও ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে আকাশ আহমেদের গোল বড় ব্যবধানের জয়ে নিশ্চিত করে ছোটনের দলকে। ছয় দলের এই গ্রুপ থেকে শুধু চ্যাম্পিয়ন দলই উঠবে মূলপর্বে, আর বাংলাদেশের পরের প্রতিপক্ষ ব্রুনাই।
বিআলো/শিলি



