• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

     dailybangla 
    19th Jan 2026 6:10 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গতকাল রোববার এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদ ইবনে রশিদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরীসহ আরও অনেকে।

    কেক কাটার আগে বক্তব্যে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ আবাসন খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। স্বাধীন তথ্যপ্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করা হচ্ছে। এশিয়ান টেলিভিশন ও দৈনিক দেশ রূপান্তর তার বাস্তব উদাহরণ।

    তিনি এশিয়ান টেলিভিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি ২০২৬ সালে এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    এশিয়ান টেলিভিশনের সিইও মো. জাহিদ ইবনে রশিদ বলেন, আগামি দিনে দর্শকপ্রিয় নতুন নতুন অনুষ্ঠানমালা এশিয়ান টেলিভিশনের পর্দায় উপহার দেওয়া হবে, যা দর্শকদের আরও কাছাকাছি নিয়ে আসবে।

    দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলেই দেশে গণতন্ত্র সুদৃঢ় থাকে। গণতন্ত্র সব সরকারের জন্যই কল্যাণকর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এশিয়ান টেলিভিশন অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা বিশেষ অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পর্দা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031