এসএসসি ৯২ ব্যাচের ‘ইউনাইটেড ৯২’ মহামিলনমেলা অনুষ্ঠিত
এফ এইচ সবুজ: সারাদেশের এসএসসি ১৯৯২ ব্যাচের বৃহত্তম সামাজিক বন্ধুসংগঠন ‘ইউনাইটেড ৯২’এর তৃতীয় মহামিলনমেলা গতকাল শুক্রবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এবারের স্লোগান ছিল- ‘হিমেল হাওয়ায়-৩৩ বছরের সুপ্ত অনুভূতির ছোঁয়া’। দিনব্যাপী এই আয়োজন কেআইবি’র ডুপ্লেক্স অডিটোরিয়াম ও হল-১ এ সম্পন্ন হয়।
আয়োজকদের বরাতে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা ও প্রবাস থেকে মোট ছয় শতাধিক সদস্য এই মহামিলনমেলায় অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের পুনর্মিলন, স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস ও আবেগের রঙ।
প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, ইউনাইটেড ৯২ শুধু একটি ব্যাচ নয়, এটি সারাদেশজুড়ে বিস্তৃত একটি মানবিক পরিবার। আমরা সারা বছর শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করি। বন্ধুত্বকে মানবিক দায়িত্বের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। আজকের এই মিলনমেলা সেই সম্পর্ককে আরো দৃঢ় করল।
তিনি আরো জানান, ৩৩ বছরের বন্ধুত্ব একই ছাদের নিচে ফিরে আসায় সবাই আবেগাপ্লুত। গণমাধ্যমের উপস্থিতি আয়োজকদের আরো অনুপ্রাণিত করেছে। মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক কাজী পিন্টু এবং সদস্য সচিব মোনতাকা জামান কাপ্পি।
অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টা ৩০ মিনিটে, শেষ হয় রাত ১০টা ৩০ মিনিটে। দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি সন্ধ্যার সাংস্কৃতিক পর্ব ছিল সবচেয়ে আকর্ষণীয়।
নৃত্য ও র্যাফেল ড্র-এর পর মঞ্চ মাতান লালনকন্যা সিনথিয়া বিথী, যার উপস্থিতিতে দর্শকেরা হয়ে ওঠে প্রাণবন্ত। তার পরিবেশনার আবহ আরো উজ্জ্বল করে তোলে ব্যান্ডদল নির্বাসন। রাতের শেষভাগে পুরো আয়োজনকে পূর্ণতা দেয় জনপ্রিয় ব্যান্ডদল ডিফারেন্ট টাচ।
এই অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি রাউন্ড ট্রিপ বিমান টিকেট। পুরস্কার বিজয়ী সাইফুল ইসলাম তরিকুলের হাতে আকাশপথে ভ্রমণের এয়ার টিকেট তুলে দেন ট্রাভেল এক্সপ্রেসের সিইও মো. মনিরুজ্জামান ।
বিআলো/ইমরান



