ওডেসা বন্দরে রাশিয়ার হামলা, জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত
dailybangla
23rd Dec 2025 2:57 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় গভীর রাতে রাশিয়ার হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সোমবার রাতে চালানো এই হামলায় পিভডেনি বন্দরে আগুন লাগে এবং বন্দর এলাকার একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, এটি ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় হামলা।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে।
এই হামলায় অন্তত এক লাখ ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি সেবা সংস্থাগুলো ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ করছে। রাশিয়া এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি
বিআলো/শিলি



