ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ ইংল্যান্ডের দখলে
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও দাপট দেখালো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।
শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারায়। ব্যাট হাতে দলের হয়ে ঝড়ো ইনিংস খেলেন ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। পরে বল হাতে আদিল রশিদ ও রিস টপলির ঘূর্ণিতে ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।
এর আগে ওয়ানডে সিরিজেও একইভাবে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংলিশরা। ফলে ক্যারিবীয় দ্বীপে এবার যেন পুরোপুরি ইংল্যান্ডের আধিপত্যই প্রমাণিত হলো।
শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। তবে ইংল্যান্ড চাইবে সিরিজে ক্লিন সুইপ করতে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ মর্যাদা রক্ষার লড়াইয়ে নামবে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায়।
বিআলো/সবুজ