• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ওয়ালটন হেডকোয়াটার্সে নতুন মডেলের ডুয়াল ব্যান্ড রাউটার উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান 

     dailybangla 
    02nd Jan 2025 5:56 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআরসিক্স১আই (WR61i) মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি। দ্রুতগতির ৫ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি অ্যাডভান্সড পারফরমিং টেকনোলজিযুক্ত মাল্টিমিডিয়াসমৃদ্ধ নানা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি।

    বুধবার (১ জানুয়ারি, ২০২৫) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে নতুন মডেলের ওই রাউটারটির উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ এবং মাহমুদ হোসেন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, এএমডি লিয়াকত আলী ও চীফ বিজনেস অফিসার (কম্পিউটার ও পিসিবিএ) তৌহিদুর রহমান রাদ।

    ওইদিন সকালে বিটিআরসি চেয়ারম্যানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে এলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন ডিজিটেকের এএমডি প্রকৌশলী লিয়াকত আলীসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। কারখানা প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পরে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর পর্যায়ক্রমে তারা রেফ্রিজারেটর, এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি), পিসিবি ও ল্যাপটপ প্রজেক্ট, মোবাইল ফোন ও মোল্ড উৎপাদন প্লান্টসহ বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। তারা দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি এবং বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিতে ওয়ালটনের বিপুল কর্মযজ্ঞ দেখে তারা অভিভূত হন।

    পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ওয়ালটন প্রযুক্তিপণ্যে বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে তাতে আমরা প্রতিষ্ঠানটিকে নিয়ে খুব আশাবাদী। আজ ওয়ালটনে এসে যে কর্মযজ্ঞ দেখলাম তা গর্ব করে বলার মতো। ওয়ালটন তাদের পণ্যের মাধ্যমে দেশকে বহির্বিশ্বে দারুণভাবে ব্র্যান্ডিং করে চলেছে। ওয়ালটন বাংলাদেশকে গর্বিত করেছে।

    জানা গেছে, বাজারে ছাড়া নতুন রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই (5 dBi) এন্টেনা, যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়ারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এছাড়া রয়েছে ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি, যা বাড়ি কিংবা অফিসের সবখানেই শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট (MU-MIMO) এর পাশাপাশি ওএফডিএমএ (OFDMA) প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস রাউটারটিতে সহজেই সংযুক্ত হয়ে উন্নতমানের ও দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করা যাবে। এর দাম মাত্র ৪ হাজার ৫৫০ টাকা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031