ওসমান হাদির হত্যার প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল
এ.বি.এস রতন, নওগাঁ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভসহ কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-যুবক, জনতা ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে এই কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে শহর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর নওজোয়ান মাঠ প্রাঙ্গণ থেকে কফিন মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের মোড় ঘাট, হাসপাতাল রোড, হাটবারা, মেইনরোড ও বড়গাঁ রোড হয়ে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়। মিছিলে হাজারো মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীদের হাতে নিহত হাদির ছবি, ব্যানার-ফেস্টুন এবং কালো পতাকা দেখা যায়। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ট্রাইব্যুনাল গঠন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে দেশের তরুণ নেতৃত্বকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে। রাষ্ট্র ও সরকারের যে অংশই এ হত্যাকাণ্ডে জড়িত থাকুক না কেন, দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
বক্তারা আরও বলেন, “ওসমান হাদি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে বড় ভূমিকা রাখার সক্ষম তরুণ নেতা ছিলেন। তার হত্যাকাণ্ডের ঘটনায় জনগণের ক্ষোভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে সারা দেশ অচল করে দেওয়া হবে।”
এ সময় নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি। জাতীয় নির্বাচনের প্রচারণাকালে ঢাকা পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে।
বিআলো/ইমরান



