ওসাকের প্রধান উপদেষ্টা হলেন চৌধুরী হুমায়ুন কবীর
নিজস্ব প্রতিবেদক: পুরোনো ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ন অরাজনৈতিক ও সেবামুলক সংগঠন হিসেবে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আত্মপ্রকাশ করে ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন অব খিলগাও মডেল কলেজ।
(ওসাক) উক্ত কলেজেরই নির্বাচিত সাবেক ছাত্রসংসদ নেতা বর্তমানে সাংবাদিক ও সংগঠক সুমন চৌধুরীর পরিকল্পনায় দীর্ঘ ৫৫ বছর পর এই সংগঠনের সৃষ্টি হয়।
আত্মপ্রকাশের ৩ মাস পর কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে ৫১ বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে তার আগে একটি শক্তিশালী গ্রহনযোগ্য সম্মানিত উপদেস্টা কমিটি গঠন করা হয়েছিল।
গতকাল উক্ত কলেজের প্রথম ব্যাচের ছাত্র, খিলগাও এলাকার সিনিয়র সিটিজেন চৌধুরী হুমায়ুন কবীর যিনি একাধারে একজন সফল ব্যবসায়ী, শিক্ষাবুরাগী এবং সংগঠক ৫ আগস্টের পর তিনি খিলগাও মডেল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও খিলগাও তালতলা সিটি সুপার মার্কেটের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

কলেজের পুরনো স্টুডেন্টদের অনুরোধে তিনি ওসাকের প্রধান উপদেষ্টা পদে সম্মতি প্রদানের পাশাপাশি ওসাকের ৫১ বিশিস্ট কমিটি অনুমোদন করেন। অনুমোদনের এই সময়ে সংগঠনের প্রধান উদ্যোক্তা সুমন চৌধুরী তাকে ওসাক আত্মপ্রকাশের টিশার্ট উপহার দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওসাকের প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু ও অর্থ সম্পাদক গোলাম মাহবুব আরমান। ওসাকের প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুল আলীম পান্না ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ভুইয়া হাবিব সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিআলো/তুরাগ